পাকিস্তানের সেনারা বাংলাদেশের মানুষের ওপর জুলুম করেছিল: মোদী

 জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের নিরপরাধ মানুষের ওপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নরসংহার করেছিল। মা-বোনদের ওপর অমানুষিক অত্যাচার করেছিল।

পাকিস্তান সেনাবাহিনীর এই কুকীর্তি, সারা পৃথিবীতে পাকিস্তানের ঘৃণিত চেহারার মুখোশ খুলে দিয়েছিল। পাকিস্তানের ভয়ঙ্কর রূপ বিশ্বের সামনে প্রকাশ পাচ্ছিল। সে সময় এইসব কিছু থেকে বিশ্বের নজর সরানোর জন্য পাকিস্তান আমাদের দেশের পশ্চিম সীমান্তে হামলা করে।

 

শনিবার (১৪ নভেম্বর) রাজস্থানের জয়সলমেরে দিওয়ালি উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

সে সময়ে পাকিস্তানের হামলার বিষয়ে তিনি বলেন, পাকিস্তান ভেবেছিল ভারতের পশ্চিম সীমান্তে হামলা করে বিশ্বকে ভারত এই করেছে, সেই করেছে বলে কান্না জুড়ে দেবে, আর তাতে বাংলাদেশের সঙ্গে করা তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের সৈনিকরা তাদের যে উপযুক্ত জবাব দিয়েছিল, তাতে পাকিস্তানকে নাস্তানাবুদ হতে হয়েছিল। এখন যখন ১৯৭১ সালের যুদ্ধের এবং লঙ্গেওয়ালার যুদ্ধের ৫০ বছর পূর্তি হতে চলেছে, কয়েক সপ্তাহ পরেই আমরা এর ৫০ বছর, এই গৌরবপূর্ণ সোনালী পৃষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করব। সেই পরিপ্রেক্ষিতে আজ আমার এখানে আসার ইচ্ছে হয়েছে।

মোদী আরো বলেন, গোটা দেশ এই বীরেদের বিজয়গাঁথা শুনে নিজেদের গৌরবান্বিত অনুভব করবেন, তাদের সাহস বাড়বে, নতুন এবং আগামী প্রজন্ম এই পরাক্রম থেকে প্রেরণা নেওয়ার জন্য এটি তাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন