মুক্তি পাচ্ছে মৌ-ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’

২০১৯ সালে মোহাম্মদ আসলামের ‘প্রতিশোধের আগুন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক মৌ খানের। এরপর মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতেও দেখা গেছে তাঁকে।

এবার তৃতীয় ছবি নিয়ে আসছেন মৌ—মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’। আগামীকাল ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

 

দেশের পটপরিবর্তনের পর এটিই হবে প্রথম মুক্তি পাওয়া ছবি। মৌ বলেন, ‘সাধারণ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি নির্মিত হয়েছে। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের একটা দর্শকমহল আছে। তারা ছবিটি দারুণ উপভোগ করবে বলে আশা করছি।

 

মৌ আরো জানান, গত এক বছর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। কারণ হিসেবে বলেন, ‘ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া করতে চাই না। বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই। এরই মধ্যে চলচ্চিত্রে পাঁচ বছর পার করলাম।

এখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’

 

এ ছবিতে আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন