পাকিস্তানে একটি স্কুল ভ্যানে বন্দুকধারীর গুলিতে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় চালকসহ আরো ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকের ধেরি কোটে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিতে নিহত দুজনই মেয়েশিশু।
স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিম বাবর এএফপিকে বলেছেন, ‘একটি স্কুল ভ্যানে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালালে ওই দুই শিশু নিহত এবং পাঁচ শিশু আহত হয়।’ মূলত গাড়িচালককে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
বাবর আরো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বন্দুকধারীরা ওই স্কুল ভ্যানচালকের পরিবারের সঙ্গে আদালতে মামলায় জড়িয়েছিল। তিনি বলেন, নিহত মেয়েদের বয়স ১০ বা ১১ বছরের মধ্যে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন