‘হেলিকপ্টার ছাড়া রক্ষা করা যাবে না’, আর্তনাদ মাহির

ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। এই জেলাগুলোর প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো কোনো জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বাড়ছে পানি, ডুবছে মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

 

বন্যাদুর্গতদের জন্য দেশের অন্য সব অঞ্চলের মানুষরা দুঃখ প্রকাশ করছেন।

চিন্তায় মগ্ন সব শ্রেণি-পেশার মানুষ। নিকটস্থ এবং সামর্থ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন অনেকে। অভিনেত্রী মাহিয়া মাহিও প্রকাশ করেছেন নিজের অনুভূতি। একের পর এক স্ট্যাটাস দিয়ে বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন সবাইকে।

তার আশঙ্কা, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে লাশের বন্যা বয়ে যাবে।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে মাহি লিখেছেন, ‘যদি হেলিকপ্টার নিয়ে কোনো সাহায্য না আসে তাহলে কেউ দয়া করে লাশ সংগ্রহ করতে আসবেন না। হেলিকপ্টার ছাড়া ফেনী, ফুলগাজী ও পরশুরামের মানুষদের আর কোনোভাবেই রক্ষা করা যাবে না।’

এরপর নায়িকা লেখেন, ‘প্রবল স্রোতের কারণে সেখানে কোনো নৌকা এবং স্পিড বোট যেতে পারছে না। সেনাবাহিনী এবং নৌবাহিনী তারা কেউই হেলিকপ্টার ছাড়া কিছুই করতে পারবে না।

 

সর্বশেষে পরিস্থিতির ভয়াবহতার আঁচ দিয়ে মাহি লিখেছেন, ‘এই দুই উপজেলার প্রায় সব ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সবাই বাড়ির ছাদে অবস্থান করছে। আজকে রাতে লাশের বন্যা বয়ে যাবে।’

এর আগে একটি পোস্টে মাহি লিখেছেন, ‘এই মুহূর্তে যারা নৌকা, স্পিডবোটের ভাড়া চাইবে এরা মানুষ না। এবার মানুষ হন দয়া করে। আপনার যা কিছু আছে তা দিয়ে একটা জান হলেও বাঁচান।’

আরো একটি পোস্টে মাহি বন্যাকবলিত অঞ্চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি ফেনী যেতে চাই।’

ইতিমধ্যে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্য তারকাগণ। নিজ নিজ জায়গা থেকে বানভাসীদের রক্ষার আর্জি জানিয়েছেন অনেক তারকা। কেউ কেউ প্রার্থনায় রাখছেন বন্যাদুর্গতদের।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন