মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের জরুরী উদ্ধার তৎপরতা চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সাথে বন্যার্তদের মধ্যে শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। চলমান বন্যার শুরু থেকে মৌলভীবাজার জেলায় বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের পাশে থেকে সেনাবাহিনী বন্যার্তদের পাশেথেকে কাজ করে যাচ্ছে। বন্যা দূর্গত এলাকা কুলাউড়া এ পরিদর্শনে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় ৯ হাজারের মতো মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং ভবিষ্যতে যেকোন পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীসহ সকলকে স্ব স্ব অবস্থান থেকে সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানো আহবান জানান। মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী সেনাবাহিনীর সৈনিকদের খাবারের একটা অংশ থেকে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও সেনাবাহিনীর তত্ত্ধসঢ়;বাবধানে প্রতিদিন প্রায় ১৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ত্রাণসামগ্রী বিতরণ কালে তার সাথে ছিলেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন, লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ, মেজর রিয়াদ, ক্যাপ্টেন আদনান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ সহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন