বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা।
শনিবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দেওয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সব সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাম্প্রতিক বন্যা বেশ কয়েকটি জেলা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হাজার হাজার লোককে বাস্তুচ্যুত করেছে এবং অবকাঠামো ও কৃষির ব্যাপক ক্ষতি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তটি অন্যান্য সরকারি বিভাগ এবং বেসরকারি সংস্থাগুলিকে জাতীয় ত্রাণ প্রচেষ্টায় অবদান রাখতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে, কারণ দেশটি এই সংকটময় সময়ে প্রয়োজনীয় লোকদের সমর্থন করতে একত্রিত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন