চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারী ১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভাঙচুর এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর চার থানায় তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়। পুলিশ সূত্র এ তথ্য দেয়।
এসব মামলায় গ্রেপ্তার ৩৯০ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার মামলায় আটককৃত আনসার সদস্যদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহবাগ থানার মামলায় ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় ছয়জন আনসার সদস্য রয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় গতকাল রাজধানীর চারটি থানায় ১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
এসব মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখেন।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা তাঁদের দাবিদাওয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসার সদস্যদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাত্ক্ষণিক বৈঠক করেন।
বৈঠকে আংশিক দাবি পূরণ করা হয়। অন্যান্য যৌক্তিক দাবি একটি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, সাধারণ আনসার সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ সচিবালয়ের চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তাঁরা জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করবে মর্মে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঘটনাস্থলে এলে আনসার সদস্যরা তাঁদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এতে অসংখ্য পথচারী ও ছাত্ররা গুরুতর আহত হন। আনসার সদস্যরা রাস্তার ওপর আগুন ধরিয়ে দেন এবং রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে থাকেন।
আনসারের বিরুদ্ধে মামলা
বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার ১১৪ জন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
শাহবাগ থানার মামলায় তিন হাজার ২০৮ আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল শাহবাগ থানার উপপরিদর্শক শামীম মীর বাদী হয়ে এ মামলা করেছেন। শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন