রুবেল আহমেদ,মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
(২৬ আগস্ট) সোমবার বিকাল ০৩: ঘটিকায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর হাওরাঞ্চলে প্রায় ৫ শত পরিবারের মধ্যে ১ হাজার পেকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন - জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বিপ্লব।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু'র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সঞ্চালনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন - সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুরশেদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিকুর রহমান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান আহমদ সহ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। সকলের উপস্থিতিতে হাওরাঞ্চলে নৌকায় করে পানিবন্দী পরিবারের ঘরে ঘরে এই ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন