সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’-এর সাফল্যে ভাসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইতোমধ্যেই বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। এখনও সিনেমাহলে চলছে দাপটের সঙ্গে। সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।
এবার অক্ষয়েরই প্রতিবেশী হতে চলেছেন শ্রদ্ধা! যে অ্যাপার্টমেন্টে থাকেন অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো সুপারস্টাররা, সেটিতেই উঠতে যাচ্ছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হৃত্বিক রোশন যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটেই নাকি যাচ্ছেন শ্রদ্ধা। তবে মুম্বাইয়ে ৬০ কোটি টাকার একটি বাড়ি রয়েছে শ্রদ্ধার। প্রচুর সম্পত্তিও রয়েছে।
তবু কেন এই ভাড়া বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন শ্রদ্ধা কাপুর, তা এই মুহূর্তে জানা যায়নি।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এবং সমুদ্রমুখী বাড়িটিতে উঠতে যাচ্ছেন শ্রদ্ধা। হৃত্বিক রোশনেরও ফ্ল্যাট রয়েছে সেখানে। শ্রদ্ধা কাপুরও এবার সেই অ্যাপার্টমেন্টেই।
অক্ষয় কুমারও তার পরিবারের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকেন।
এর আগে বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল নবজাতক শিশুকে নিয়ে এই বাড়িতে উঠার খবর শোনা যায়। যদিও পরবর্তীতে আর উঠেননি। তবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে। শিগগিরই এই ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন অভিনেত্রী।
যেখানে হৃতিক ও অক্ষয়ের প্রতিবেশী হবেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন