সিলেটে ফের ফুটপাত-সড়ক দখল, ছাত্র-জনতাকে নিয়ে অ্যাকশনে যাচ্ছে সিসিক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক দুই মেয়র আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী মহানগরের ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের (হকার) পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন। দুজনই নগরভবনের পেছনের লালদিঘীরপাড় মাঠে তাদের পুনর্বাসনের জন্য শেডি তৈরি করে দিয়ে সেখানে বসিয়ে সড়ক ও ফুটপাতকে জঞ্জালমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু কিছুদিন পরই তারা ফের সড়ক-ফুটপাত দখল করে সাজিয়ে বসেন পণ্যের পসরা। ৫ আগস্টের পর থেকে একই দৃশ্য দেখা যাচ্ছে মহানগরের বন্দর, জিন্দবাজার ও আম্বরখানাসহ সকল গুরুত্বপূর্ণ এলাকায়।

 

 

 


এবার প্রশাসকের নিয়ন্ত্রণাধীন মেয়রবিহীন সিটি করপোরেশন হকারদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে কঠোর বার্তা প্রদান করেছে। মহানগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসন ও ছাত্র-জনতাকে উচ্ছেদ অভিযানে নামবেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।

 


অভিযানের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ।

 

 


তিনি জানান, ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারণ করে দেওয়া মাঠ ছেড়ে সড়ক ও ফুটপাতসমূহ দখল করে ফের ব্যবসা শুরু করছেন তারা।  এতে নগরজুড়ে চরম দুর্ভোগ ও তীব্র যানজটের সৃষ্টি করেচে। ফুটপাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য কয়েক দিন ধরে মাইকিং করা  হচ্ছে। জনসাধারণের চলাচল ও যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)-এর নেতৃত্বে সকল কাউন্সিলর, পুলিশ প্রশাসন ছাত্র-জনতাকে নিয়ে রবিবার বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। হকারদের পুরোপুরি মাঠে না যাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন