জিবি নিউজ ডেস্ক।।
বাবা হারালেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) নগরীর খিলক্ষেতে পরিবার নিয়ে বসবাস করতেন তার বাবা। আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সংবাদমাধ্যমকে জানান ন্যানসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
ন্যান্সি বলেন,'বাবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খিলক্ষেতে থাকতেন। সেখানেই তিনি আজ সোমবার সকাল সাড়ে নয়টায় মৃত্যুবরণ করেন। আমি স্বামীর সঙ্গে ময়মনসিংহে ছিলাম। এখন আমি আমার ছোট ভাই ও স্বামী ও ছেলেমেয়েরা গাড়িতে, সেখানেই যাচ্ছি।' নাজমুন মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থ নিয়ন্ত্রক ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন