গাজায় যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কমলা সাফ জানিয়েছেন, নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েল নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন করবেন না তিনি।
জর্জিয়ায় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেন, গাজা যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং জিম্মিদের ফিরে পাওয়ার জন্য অবশ্যই চুক্তি করতে হবে। সাক্ষাৎকারে গাজার হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি নিয়ে জোর দিলেও কিভাবে এটি করা সম্ভব হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি তিনি।
গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুর জেরে ডেমোক্রেটিক পার্টির একটি মহল দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান করলেও তা প্রত্যাখ্যান করেছেন কমলা।
নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নাটকীয়ভাবে প্রার্থী হওয়ার পর এটিই কমলার প্রথম সাক্ষাৎকার। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সঞ্চালক ডানা ব্যাশকে দেওয়া সাক্ষাৎকারে কমলার সঙ্গে তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালেজও ছিলেন।
যৌথ এই সাক্ষাৎকারে স্বাভাবিকভাবে ওঠে এসেছে ট্রাম্প প্রসঙ্গ। ট্রাম্প যুগের পাতা ওল্টানোর অঙ্গীকার করেছেন কমলা। তিনি বলেছেন, আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠা ওল্টানোর জন্য প্রস্তত। আমেরিকানরা সামনের নতুন পথের জন্য প্রস্তুত।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন