মৌলভীবাজার প্রতিনিধি ,,
মৌলভীবাজারে প্রাক্তন রোভার স্কাউটবৃন্দের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) দিনব্যাপী কমলগঞ্জের জগন্নাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রাক্তন রোভার মো. ইকবাল হোসেন পাবেলের সভাপতিত্বে, সোহেল রানা ও রুমন আহমেদের পরিচালনায় এবং জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ উজ্জলের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ফাহিম, জিসান, মামুন, আবু বক্কর, মাহির, রায়হান, মেহেদী, মো. হুমায়ূন, জসিম, ফরহাদ ও আশীষ এ সেবা প্রদান করেন। এতে ৩০০ জন নারী-পুরুষ ও ১৫০ জন শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে ওষুধ দেওয়া হয়।
দিনব্যাপী এ ক্যাম্প পরিদর্শন করেন রংধনুর সাতরংয়ের সহকারী পরিচালক মিনারা বেগম ঝুমা, জেলা স্কাউট লিডার আয়ন তালুকদার, সদস্য জহির হোসেন, কোষাধ্যক্ষ ফজলুল আলী প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন