শরীফুল আলম । নিউইয়র্ক । মার্কিন যুক্তরাষ্ট্র ।
--------------------------------------------
যতদূর দেখা যায়
স্বপ্ন গুলো ততদূর আজও মেঘে ডেকে আছে
তাই তোমার মমতার কথা ভাবলেই
আজও নন্দিত স্বর্গের কথা মনে পড়ে যায় ।
এখনো রাত শেষ হলে সূর্য উঠে , পাখি ডাকে
লোকে হেসে হেসে কথা বলে
কেউ কেউ অবশ্য বিগত আনন্দের কথা মনে করে ঠোঁটও চাটে
অথচ বার মাসকে তুমিই কেবল ভাগ করে নিতে পারনি
যতটা পেরেছি অসম সময়কে আমি ।
এ কেমন অনিবার্য আকর্ষণ বল ?
বাঁচা মরা , মরা বাঁচায় আর কেনইবা আমি আবদ্ধ ?
আমি এক গড়পড়তা মানুষ
অথচ সমস্ত ভাবনায় লেপ্টে আছে তোমার প্রেম , ভালোবাসা ,
বিকলাঙ্গ নক্ষত্র দেখেও কেউ কেউ অবশ্য মুগ্ধ হয়
তাই হৃদয়ের ঘোষণা এখন " নববধূ চাই " !
এভাবেই স্বপ্ন গুলোকে এখনও বাঁচিয়ে রেখেছি অস্থিত্বের প্রয়োজনে
থেঁতলে যাওয়া হৃদয়ে বল মগ্ন কি হওয়া যায় ?
ফ্যাঁকাসে শ্যাওলার মত অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি বুঝি একেই বলে
একেই বুঝি বলে অস্থিত্বের হাহাকার ।
তুমি এক টানাপোড়েন , নৈর্ব্যক্তিক মহাপ্লাবন
কমে যাওয়া তুমি ফুলের প্রজাতি ,
মূলত তুমি এক বিভ্রান্ত মহাকাল
সম্ভাব্য অনিশ্চিত তুমি এক দূরের নক্ষত্র
কিম্বা তুমি এক দুঃসহ ক্যাকটাস ।
আজ আমার আর কোন ক্লান্তি নেই
কোন জড়তা নেই
ধূসর রঙ ছুঁয়েছে আর্দ্র
তবুও কোথায় যেন একটা দ্বিধা আছে
তাই রঙে রঙে রঙ্গিন হওয়া গেলনা আজও ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন