মৌলভীবাজার প্রতিনিধি\ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ,দোয়া ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (রবিবার) বাদ জোহর মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার জামে মসজিদে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বন্যায় নিহত ও আহদের জন্য দোয়া করা হয়। এর আগে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মোয়াজ্জেম হোসেন মাতুক,হেলু মিয়া,আশিক মোশারফ,এম এ মুকিত,জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম,আব্দুর রহিম রিপন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ,পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ,সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন,জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন