স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মেহনতির মানুষের মুক্তি সংগ্রামের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন আবাবিল'র উদ্যোগে সাহিত্য সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। সেই ইতিহাসের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফকিরাপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আবাবিল নির্বাহী পরিচালক আকবর মোহাম্মমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আলোচনায় অংশগ্রহন ও কবিতা পাঠ করেন কবি মানসুর মুজাম্মেল, কবি ইয়াদী মাহমুদ, দুলালউদ্দিন, মো. জিয়াউদ্দিন বাবলু, সাঈদ মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, সদস্য মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতিতে গণমানুষের স্বার্থের কথা, জনগণের অধিকার আদায় এবং সমাজকল্যাণ ইত্যাদি মুখরোচক জনপ্রিয় বাক্য উচ্চারণ করা প্রচলিত প্রচারণার আকর্ষণীয় দিক হলেও ব্যক্তি জীবনে মওলানা ভাসানীর মধ্যে তা বিদ্যমান ছিল না। ক্ষমতা লাভের তীব্র প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার যুগে ক্ষমতাবিমুখ এরূপ নেতা বিশ্বে কজন পাওয়া যাবে তা বলা কঠিন নয়, সহজ। মওলানা ভাসানীর বাস্তব জীবনের একটি বড় বৈশিষ্ট্য ও অনুকরণীয় আদর্শ ছিল লেবাস বা পোশাক।
তিনি বলেন, তার এ পোশাকী আদর্শ অনেককে মুগ্ধ করত। তিনি রাজনীতি বিশারদ, শ্রমিক মজদুরের জনপ্রিয় নেতা ছিলেন। তিনি ইসলাম ধর্মের পোশাকী ঐতিহ্যের কট্টর অনুসারী ছিলেন। তিনি বিদেশ সফরকালে কখনো এ পোশাকী ঐতিহ্যকে বিসর্জন দেননি।
সভাপতির বক্তব্যে আকবর মোহাম্মদ বলেন, শিশু-কিশোরদের মধ্যে মওলানা ভাসানীকে পৌছে দিতে হবে। সেই লক্ষে আমাদের কাজ করতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন