দুই ওটিটিতে দেখা যাবে ‘তুফান’

গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ছবিটি মুক্তির পরই লুফে নিয়েছেন দর্শক। সিনেমা হলে দারুণ ব্যবসা করেছে ছবিটি। এবার দর্শকদের জন্য সুখবর।

ব্যবসাসফল এই ছবিটি আসতে যাচ্ছে ওটিটিতে। খুব শিগগির ঘরে বসে ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচই ও দেশীয় ওটিটি প্ল্যাটফরম চরকীতে দেখা যাবে ছবিটি।

 

সিনেমাতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়েখ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সঙ্গে তুফানে শাকিবের সঙ্গে পর্দায় নেচে-গেয়ে অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রূপে পেয়েছেন এই সিনেমার মধ্যে দিয়ে। সেই সঙ্গে এই সিনেমার কাস্টিং ছিল চোখে পড়া মতো। গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেবসহ এই সিনেমায় অভিনয় করেছেন আরো অনেকেই।

 

সিনেমাটি একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালেয়শিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে।

যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে ‘তুফান’ই সবচেয়ে বেশি এগিয়ে।

 

তুফানের চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।

এ ছাড়া ‘তুফান’ সিনেমার গানগুলো মুক্তির পরপরই সাধারণ মানুষ পছন্দ করেছে। যেমন ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’, ‘ফেঁসে যায়’সহ সিনেমায় মোট ৫টিই পছন্দ করেছেন দর্শক। 

তুফান মুক্তির ব্যাপারে হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘তুফান হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ করছি।

তুফান হইচইতে মুক্তি দেওয়ার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সঙ্গে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে।’

 

তবে কবে নাগাদ মুক্তি পাবে, সেটা এখনো জানাননি দুই ওটিটি প্ল্যাটফরমের কর্তারা। জানিয়েছেন খুব তাড়াতাড়ি মুক্তির তারিখ ঘোষণা করবেন তারা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন