নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টারাকোভিড ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় বসছেন

-মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাইডেনের উপদেষ্টারা এ সপ্তাহে কোভিড ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় বসছেন। প্রেসিডেন্ট (নির্বাচিত) জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে তাদের স্বাস্থ্যসেবা নাজুক হয়ে পড়েছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এ কারণে তারা দ্রুত ভ্যাকসিন পাওয়ার আশায় কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। নিউইয়র্ক পোস্ট

মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেন, তারা আলোচনা শুরু করলে অবশ্যই ভালো হবে। শিগগিরই আমরা তাদের সঙ্গে কাজ শুরু করতে পারি।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রায় ১০ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত দিনে গড়ে এ রোগে মারা গেছের ৮২০ জন। বিশ্বে সোমবার পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছে পাঁচ কোটি ৪০ লাখ। মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছে এবং রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন