সিলেট দয়ারবাজার-ভোলাগঞ্জ-হাদারপার-গোয়াইনঘাট সড়কে ফের বাস চলাচল শুরু

মহানগরের আম্বরখানা থেকে সিলেট দয়ারবাজার-ভোলাগঞ্জ-হাদারপার-গোয়াইনঘাট সড়কে ফের বাস চলাচল শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে আম্বরখানার সরকারি কলোনির সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

 

 

 


এতে সিলেট-ভোলাগঞ্জ-সালুটিকর বাস-মিনিবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে ও এ কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি নজির মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, যুগ্ম-সম্পাদক সাদেক আলী, কোষাধক্ষ হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, কমিটির সদস্য জলিল মিয়া, সুলতান আহমদ, শফিকুর রহমান টুটুল, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আবু সালেহ মো. তাহের, মুরাদ খান নাহিদ, তোফায়েল আহমেদ শাওন, সালাউদ্দিন রিমন, আবুল কালাম শাহেদ, জুনাইদ আহমেদ, এ বি মজুমদার রনি, মেহেরাজ ভূইয়া পলাশ, হুসেন খান এমাদ, সাগর আহমেদ, নুরুল আমিন, আব্দুল মুকিত মুকুল, শাহাদাত খান, নুরুল ইসলাম রুহুল, ঝলক আচার্য, সাইফুল ইসলাম কোরেশি, তোফায়েল আহমেদ তুহিন, সেলিম আহমদ, মুহিব উদ্দিন চৌধুরী, সেবুল আহমদ, লাহিন আহমদ ও জমির আহমদ প্রমুখ। 

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন- সারা দেশের মতো সিলেট-ভোলাগঞ্জ সড়কেও স্বৈরাচার এবং তাদের দোসরদের দখলবাজি, সিন্ডিকেটের কারণে প্রকৃত পরিবহন মালিকেরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে পারেননি। বঞ্চিত হয়েছেন। ফলে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে এই সড়কের শত শত পরিবহন শ্রমিক। তাদের কথা বিবেচনা করে এবং বর্তমানে ব্যবসায়িক পরিবেশ তৈরি হওয়ার ফলে আমরা কয়েকজন ব্যবসায়ী এই সড়কে নতুনভাবে পরিবহন সেবা দেয়া শুরু করেছি, প্রকৃত পরিবহন ব্যবসায়ীদের আমন্ত্রণ রইলো।

 

 

 

তারা আরও বলেন- এর আগেও আম্বরখানা থেকে দয়ারবাজার-ভোলাগঞ্জ-হাদারপার-গোয়াইনঘাট সড়কে বাস-মিনিবাস চলাচল করতো। কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল সাদা পাথর বাস নামক টুরিস্ট বাস চালু করে সাধারণ শ্রমিকদের পেটে লাথি মারেন। তবে এবার তাদের দৌরাত্ম্য না থাকায় এ সড়কে ফের বাস চলাচল আমরা শুরু করেছি। ফলে এবার আমাদের শ্রমিকদের কর্মসংস্থান হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন