বিদেশী মদসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার

বুলবুল আহমেদ:- র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও
ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত গতকাল ২ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের সময় সুনমাগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮২ বোতল বিদেশী মদ উদ্ধারপূর্বক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ১নং ওয়ার্ড, ধনপুর ইউনিয়নের মধ্যধনপুর গ্রামের মোঃ লাল চান এর পুত্র মোঃ কামরুল ইসলাম (৩৫), একই গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের পুত্র মোঃ ইসমাইল হোসেন (২৫)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো
টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন