বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- ঢাকা- সিলেট মহা সড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর সিএনজি চালক হাফিজুর রহমানের খুনীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষোভ মিছিল।
হবিগঞ্জের নবীগঞ্জের সৈয়দপুর বাজার সিএনজি স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সিএনজি অটোরিকশা চালক ও তার সহযোগীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সিএনজি অটোরিক্সা চালক হাফিজুর রহমান (৪২) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সঈদপুর বাজারে খুনীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শ্রমিক- জনতা৷ এসময় উভয় পাশে শতশত দূরপাল্লার যানবাহন আটকা পরে চরম দুর্ভোগের সৃষ্টি হয় যাত্রী সাধারনের৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনতার একাংশ৷ জানাযায়, গত ২৫ আগষ্ট সন্ধ্যারাতে উপজেলার সঈদপুর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে একই এলাকার উমরপুর গ্রামের দুই সন্তানের জনক হাফিজুর রহমানকে ছুরিকাঘাত করে অপর সিএনজি চালক শিপন নামের যুবক৷ এতে ঘটনাস্থলেই সে প্রচন্ড রক্তক্ষরণ ও গুরুতর আহত হলে তাৎক্ষণিক ভাবে
তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থায় অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ সেখান থেকে মুমূর্ষ অবস্থায় নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়৷ পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ এ ঘটনায় উত্তাল হয়ে উঠে স্থানীয় শ্রমিক ও জনতা৷ কিন্তু এ হত্যাকান্ডকে এক শ্রেনীর মানুষ তা ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে নানান ষড়যন্তে লিপ্ত রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিএনজি চালক হাফিজুর নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে৷ এ হত্যাকান্ডের
ঘটনায় যে বা যারাই জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন