‘বড় ছেলে’ নাটক নিয়ে যা বললেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। ছোট পর্দায় অভিনয় দিয়েই জয় করেছেন ভক্তদের মন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি।

 

তবে ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হিসেবে তিনি দাবি করেন সাত বছর আগে করা ‘বড় ছেলে’ নাটকটিকে। এই একটি নাটকই তার ক্যারিয়ার, জীবন ও চিন্তাকে বদলে দিয়েছিল। গতকাল এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক টাইম লাইনে। জানিয়েছেন ওই একটি নাটকের সূত্র ধরে এখনো ভক্তদের ভালোবাসা পাচ্ছেন তিনি।

 

‘বড় ছেলে’ নাটকটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন এক আবেগময় পোস্ট দিয়েছেন। যেখান তিনি লিখেছেন, ‘বড় ছেলেন ৭ বছর হতে চলেছে, আমি এখনো ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন