সিলেট নগরী থেকে ১টি বিদেশী পিস্তল সহ তাঁজা ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে সিলেট র‌্যাব-৯

বুলবুল আহমেদ, বিশেষ প্রতিনিধি:- র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন
ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে
অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের
গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাব প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে
কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামী রাজিব হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেটের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত চালিয়ে যাচ্ছিল। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ২০২৪ ইংরেজী তারিখে দুপুর ১টা ১০ মিনিটের সময় সিলেট র‌্যাব-৯, এর সিপিএসসি এর একটি আভিযানিক দল সিলেট নগরীর মীরাবাজারের
আগপাড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে রাজিব হোসেন নামের জনৈক ব্যক্তি ভাড়া নিয়ে বসবাস করতেন। সে সিলেট সদরের যতরপুর এলাকার আলী মিয়ার পুত্র রাজিব হোসেন (৩০)। তবে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সু-চতুর রাজিব পালিয়ে যায়। এতে, অস্ত্র উদ্ধার করা গেলেও অস্ত্রধারীকে আটক বা গ্রেফতার করতে পারেনি র‍্যাব। উদ্ধারকৃত অস্ত্রটি আপত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে সিলেট মহানগরের আওতাধীন পুলিশ ফাঁড়ী থেকে যে সকল অস্ত্র লুটপাট করা হয়েছে তার মধ্যে যে কোন একটি হতে পারে। অস্ত্রটির ব্যাপারে যাঁচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। র‍্যাব পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র The Arms Act 1878 এর 19-A ধারায় মামলা দায়ের পূর্বক আলামত সিলেট এসএমপি কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম পক্রিয়াধীন।
এ বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল জানিয়ে নিশ্চিত করেছেন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন