জুলাইয়ে দুই পা ও চোখের চিকিৎসা করাতে ব্যাঙ্কক গিয়েছিলেন। তখনই জানিয়েছিলেন সুস্থ হয়ে মঞ্চে ফিরবেন ‘অর্থহীন’ ব্যান্ডের দলপ্রধান ও কণ্ঠশিল্পী সাইদুস সালেহীন সুমন। সবার কাছে যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। এ মাসেই মঞ্চে ওঠার দিনক্ষণ চূড়ান্ত হলো।
২৭ সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলের অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে গাইতে মঞ্চে উঠবেন সুমন।
এই কনসার্টের মুল আকর্ষন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। পাকিস্তানি ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর পূর্তি উদযাপন করবে বাংলাদেশের দর্শকদের সঙ্গে। এবার যুক্ত হলো অর্থহীন।
সুমন ও কনসার্টের আয়োজকরা নিশ্চিত করেছেন এই খবর।
শুক্রবার কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়। অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। বেজবাবা সুমনের পেজে লেখা হয়েছে ‘অর্থহীন আসছে’।
লিজেন্ডস অব দ্য ডিকেড কনসার্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় গাইবে জাল। এদিন দলটি উদযাপন করবে তাদের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম আদাত। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল দলটি।
কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম।
এরই মধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। অ্যাসেন বাজের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে জাল ব্যান্ডের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ড পারফর্ম করবে। এছাড়া একই দিন মঞ্চে ফিরছে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। দর্শক খুব আগ্রহী এই কনসার্ট নিয়ে। অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে দর্শকের পাশাপাশি আমরাও খুশি।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন বিকাল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন