মালয়েশিয়ায় ২৭ ইমিগ্রেশন কর্মকর্তা ও দালালসহ গ্রেপ্তার ৪৬

জিবিনিউজ 24 ডেস্ক //

মালয়েশিয়ায় অভিবাসীদের অবৈধভাবে সহযোগিতার দায়ে ইমিগ্রেশন কর্মকর্তা ও দালালসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এর ‘স্টিং অপস সেল্ট’ অভিযানে দুর্নীতির মাধ্যমে অবৈধ অভিবাসীদের বিভিন্নভাবে সহযোগিতার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের মধ্যে ২৭ জনই অভিবাসন কর্মকর্তা এবং বাকিরা বিভিন্ন এজেন্ট ও শ্রমিকের মধ্যাস্থতাকারী দালাল। তারা সম্মিলিতভাবে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে দুর্নীতি করে আসছিল।

মঙ্গলবার (১৭নভেম্বর ) দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন ও দুর্নীতি দমন কমিশন এর যৌথ অভিযান পরিচালনা করে দেশটির পুত্রাজায়া, সেলেঙ্গর, জোহর বাড়ু , সাবাহ এবং সারাওয়াক প্রদেশ থেকে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই যৌথ অভিযানের নাম ছিল ‘অপস সেল্ট’

এই সিন্ডিকেট’র দুর্নীতির বিষয়ে বলা হয়েছে, মালয়েশিয়া যে সমস্ত অভিবাসীরা অবৈধ হয়ে পড়েছেন বা বিভিন্ন কারণে দেশটিতে ব্ল্যাক লিস্টেড হয়েছেন এই সমস্যা থেকে বাচাঁর জন্য এজেন্ট ও দালালের মাধ্যমে ইমিগ্রেশন অফিসারকে হাত করে মোটা অংকের টাকা দিতেন। তারপর কোন অভিবাসী ইমিগ্রেশন বিভাগে স্ব-শরীরে হাজির না হয়েই তাদের পাসপোর্ট এ আগমন ও বহির্গমণ ইমিগ্রেশন সিল বা স্টিকার লাগিয়ে নিতেন। এতে যেন বুঝা যায় যে তারা কোন ব্ল্যাক লিস্টেড নেই। তারা সম্প্রতি মালয়েশিয়া ত্যাগ করে আবার মালয়েশিয়া প্রবেশ করেছেন। এই কাজের জন্য তারা প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ৬ হাজার রিংগিত নিতেন।

এমএসিসির পরিচালক( তদন্ত) নওরজলান মোহাম্মদ রাজালী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন