লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
পারবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন তিনি। ভুগছিলেন নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুদিন আগে চিকিৎসার জন্যে মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। একারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন/
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন