আজমির শরিফে শ্রাবন্তী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে পশ্চিমবঙ্গে সম্প্রতি আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সব শ্রেণি-পেশার মানুষ।

প্রতিবাদ জানাচ্ছেন শোবিজের অনেক তারকাও। এই দলে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার বিচার চাইলেন আজমির শরিফে গিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

 

শ্রাবন্তী সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করে সুতো বাঁধছেন শ্রাবন্তী আবার কখনো-বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে। এ সময় বেশ কিছু সেলফিতেও দেখা গেছে তাদের।

সেসব ছবি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

 

প্রসঙ্গত, মাসখানেক হয়ে গেল আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যার। তার পর থেকেই চলছে প্রতিবাদ। শুরু থেকেই বিক্ষুব্ধদের দলে সক্রিয় শ্রাবন্তী-তনুশ্রী।

সোমবার (৯ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে, তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন তারা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন