মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার সাথে সাংবাদিকদের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিয়ম নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন,( পিপিএম- সেবা) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ অফিস এর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি মৌলভীবাজার জেলার মাদক, চাঁদাবাজি, যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রæত কাজ শুরু করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। মত বিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন গত ৪ আগস্ট মৌলভীবাজার জেলায় যে ঘটনা ঘটেছে এর ঘটনার মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন