১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর ডোনাল্ড লুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। ঢাকা সফ‌রে লুসহ র্মান উচ্চ পর্যা‌য়ের প্রতিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কিভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, তা নি‌য়ে আলোচনা কর‌বে।

গতকাল মঙ্গলবার র্মান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপা‌ত্রের কার্যালয় এক বিজ্ঞপ্ত‌তে এ তথ্য জানিয়ে‌ছে।

বিজ্ঞপ্ত‌তে জানা‌নো হয়, ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন।

 

লু তাঁর সফ‌রে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কর‌বেন।

বিজ্ঞপ্ত‌তে জানা‌নো হয়, লু ভার‌তের দিল্লিতে যাবেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভার‌তের ম‌ধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযোগিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভার‌তের বিজ‌নেস কাউন্সিল আয়োনারীদের অর্থ‌নৈনিরাপত্তা সংক্রান্ত সা‌টে ওয়া‌নের সহযোগিতার কথা তুলে ধরবেন।

এ ছাড়া লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেডিদিয়া পি রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণাল‌য়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহসভাপতিত্ব করবেন।

 

সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ মার্কিন-ভারত দ্বিপক্ষীয় অংশীদারি বাড়ানোর সুযোগ চিহ্নিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও মার্কিন-ভারত সহযোগিতা প্রসারিত করবে।

লুর ঢাকা সফর নি‌য়ে বিজ্ঞপ্ত‌তে জানা‌নো হয়, ঢাকায় লু র্মান উচ্চ পর্যা‌য়ের এক প্রতিনিধিদলের স‌ঙ্গে অন্তর্বর্তী সরকা‌রের সংশ্লিষ্ট ব্যক্তি‌দের বৈঠ‌কে যোগ দে‌বেন। প্রতিনিধিদলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।

র্মান প্রতিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নে কিভা‌বে বাংলা‌দেশ‌কে সহায়তা করা যায়, সেনিয়ে কর্মকর্তা‌দের স‌ঙ্গে আলোচনা কর‌বে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন