মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়ে কেন্দ্রীয় সমন্বয়ক

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করতে কেন্দ্রীয় সমন্বয়কদের টিম আন্দোলনকারীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। গত বুধবার ১১ সেপ্টেম্বর দিনব্যাপী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকলের জন্য উন্মুক্ত মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব,শাবিপ্রবি শিক্ষার্থী তাবাসসুম জান্নাত, দেলোয়ার হোসেন শিশির, কেন্দ্রীয় সহ সমন্বয়ক ফয়সাল আহমেদ, মৌলভীবাজারের প্রতিনিধি আসবাব আল হামিদ, সামায়েল রহমান, আব্দুল কাদিরসহ অন্যান্য সদস্যরা। সমন্বয়করা মতবিনিময় কালে বলেন-কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত কোন প্রতিষ্ঠানে গিয়ে কেউকে হয়রানি করবেন না। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোসহ ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে। প্রশাসনিক কাঠামোসহ সকল প্রকার সংস্কার করার জন্য যারা মূল্যবান জীবন দান করেছেন তাদের সপ্ন বাস্তবায়নে কাজ করা হবে। পাওয়ার প্রাকটিসের কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশ সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে। দেশের স্বার্থে সবাইকে এগিয়ে এসে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন