জিবি নিউজ ডে।।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। এরমধ্যে সিনহার বোনের করা মামলার অন্যতম সাক্ষী সিফাত আজ জামিনে মুক্ত হয়েছেন। এছাড়া গতকাল শিপ্রা জামিনে মুক্ত হন। এর আগে সিফাত-শিপ্রার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এরমধ্যে দুটি টেকনাফ থানায় অন্যটি রামু থানায়।
এদিকে সোমবার (১০ আগষ্ট) রাত সাড়ে ১০ টার কিছু পরে হঠাৎ করেই এক সংবাদ সম্মেলনে আসেন শিপ্রা ও সিফাত। এসময় তারা খুব বেশি কথা বলেননি। এসময় তারা আশা করেন সাবেক মেজর সিনহার হত্যায় ন্যায় বিচার পাবেন। এসময় তারা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। গুজবে কান না দেয়ারও অনুরোধ করেন তারা।
সময় হলেই সবকিছু তারা জানাবেন বলেও আশ্বস্ত করেন শিপ্রা সিনহা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন