বাংলাদেশ সোসাইটির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা

হাকিকুল ইসলাম খোকন ,,

বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর আসন্ন নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে গত ৮ সেপ্টেম্বর  ২০২৪,রোববার কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে সেলিম-আলী প্যানেল থেকে রিজু মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে একটানা চার মেয়াদে প্রচার ও গণসংযোগ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।  যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি এর দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার সোসাইটির ভোটার সংখ্যা মোট ১৮ হাজার ৬১৩ জন। তাদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিউইয়র্কের এলমহার্স্টের হুইটনি অ্যাভিনিউর নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের দিন ‘সেলিম-আলী’ প্যানেল ১৯টি পদে এবং ‘রুহুল-জাহিদ’ প্যানেল থেকে প্রচার ও গণসংযোগ সম্পাদক এবং একটি কার্যকরী সদস্য বাদে ১৭টি পদে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য ছিল ৭ সেপ্টেম্বর ২০২৪,শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এদিন সভাপতি পদ রেখে কার্যকরী সদস্য পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী।  প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি জানান, সেলিম-আলী প্যানেল ১৯টি পদে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুর ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জে এইচ খান ডিউক খান,সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল,ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান। রুহুল-জাহিদ প্যানেল ১৭টি পদে ১৭ জনের প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে। এই প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুলইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার খান, কোষাধ্যক্ষ মোহাম্মেদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, মোহাম্মদ এন ইসলাম, একেএম রফিকুল ইসলাম ডালিম ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
এদিকে নিউইয়র্কের ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের এক নির্বাচনী সভা গত ৯ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি ‘সেলিম-আলী’ পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি, ব্রঙ্কস শাখার আয়োজনে এই সভা স্থানীয় গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন