সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বগুড়ায় মারধরের মামলার অভিযুক্ত পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিযুক্তরা। আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা তাদের জামিন মঞ্জুর করেন।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, মামলার আট আসামির মধ্যে পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
জামিন পাওয়া অভিযুক্তরা হলেন-বগুড়া সদর উপজেলার ফাঁপোড়ের হাতেম আলীর ছেলে শামীম, পল্লী কুকরুলের দুলালের ছেলে সবুজ, দোগাড়িয়ার মৃত আশরাফ আকন্দের ছেলে উজ্জল, হাজরাদিঘীর সামছুলের ছেলে জাহাঙ্গীর ও গাবতলী উপজেলার বরুজ গ্রামের মান্নান মহুরীর ছেলে নাজমুল ওরফে সবুজ।
আসামিদের জামিন প্রসঙ্গে হিরো বলেন, ‘দেশে আইন বলে কিছু নেই। আসামি ধরার আগে জামিন। সোমবার এই বিষয় নিয়ে ঢাকা অফিসে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলব।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন