আসছে ২৬ ডিসেম্বর ২০২৪ ঢাকায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে বছরের সবচেয়ে বড় আয়োজন “এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতি নির্ধারকরাও অংশগ্রহণ করবেন। দিনব্যাপী এই আয়োজন রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হবে। এই আয়োজনের অংশ হিসেবে, “গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস ২০২৪” পর্বে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদানকারী প্রবাসী বাংলাদেশিদের পুরস্কৃত করা হবে।
প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম “এনআরবি ওয়ার্ল্ড” এবং “বিজনেস এশিয়া” যৌথভাবে এনআরবি ওয়ার্ল্ড সামিট-এর আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের সহযোগী হচ্ছে, জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরো, গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিন ।
দিনব্যাপী এই সামিটে নানা আয়োজনের পাশাপাশি থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বিদেশি বিনিয়োগ, বিদেশে কর্মসংস্থানসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনার। এসব সেমিনারে মূল বক্তা এবং আলোচক হিসেবে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও সফল পেশাজীবীরা অংশ নেবেন। এসব সেমিনার থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে উপস্থাপন করা হবে এনআরবি অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ সরকারের প্রস্তাবিত কৌশলপত্র। যাতে বাংলাদেশের উন্নয়নে এনআরবিদের যথাযথ অবদান এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের করণীয় বিষয়ে প্রস্তবনা থাকবে। এটি সরকারের এনআরবি বিষয়ক নীতি নির্ধারণে বাস্তবধর্মী উপাদান দেবে বলে আয়োজকরা আশাবাদী।
এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, আমাদের এবারের এনআরবি ওয়ার্ল্ড সামিটের প্রধান লক্ষ্য হচ্ছে, দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সম্পর্ক তৈরি করা। যাতে করে, প্রবাসে যারা ব্যবসায় জড়িত আছেন আমরা যেমন তাদেরকে দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন খাতে দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে বাংলাদেশের উদ্যোক্তাদের কাজে লাগতে পারেন সে চেষ্টাও করা। এই সামিট দেশ ও প্রবাসের নানা পেশার মানুষের মাঝে পারস্পারিক নেটওয়ার্কিংয়ের অসামান্য সুযোগ তৈরি করবে।
এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রায় ৫০টি দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করবেন। বর্তমান এই সামিটের প্রস্তুতি পর্বের কাজ চলছে।
আগ্রহীরা রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় তথ্য জানার জন্য +১ (৪১৫) ৮৫০-৭৯৯৮ ( WhatsApp ) এই নম্বরে অথবা [email protected] পড়স ই-মেইলে যোগাযোগ করতে পারেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন