বিদ্যুৎ-জ্বালানি খাতে বাজেট সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বাংলাদেশের সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় 

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন তিনি। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন  কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় মার্টিন রাইজারের নেতৃত্বে বিশ্ব ব্যাংকের  ৯ সদস্যের প্রতিনিধিদল।

 

 

 

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টসহ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ফাওজুল কবির খান জানান, তিনি বড় প্রকল্পের পরিবর্তে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। এসময় নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন।

 

 

বাংলাদেশের সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রথমেই উপদেষ্টা ফাওজুল কবির খানকে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

এসময় মার্টিন রাইজার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কম মূল্যে জ্বালানি ক্রয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

 

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন