মাস্ক নাই সেবা নাই" বাংলাদেশ দোকান মালিক সমিতির গণসচেতনতামূলক কর্মসূচী

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেক "মাস্ক নাই, সেবা নাই" এই শ্লোগানকে সামনে রেখে গণসচেতনতামূলক কর্মসূচী পালন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দক্ষিণ দোকান মালিক সমিতি।

আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ঢাকা নিউ মার্কেট, চকবাজার, নবাবপুর, সদরঘাটসহ মোট ৮ টি পয়েন্টে বিশাল গণসচেতনতামূলক কর্মসূচী পালন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির ব্যাবসায়ী নেতৃবৃন্দ। ঢাকার গাউছিয়া মার্কেটের সামনে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই কর্মসূচি করা উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআই'র পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি ইব্রাহীম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম সামসুল হক, ঢাকা দক্ষিণ যুবলীগ সহসভাপতি হাজী আহমদ উল্লাহ মধু সহ বিভিন্ন ব্যাবসায়ী নেত্রীবৃন্দ। অনুষ্ঠানে নেত্রীবৃন্দরা বলেন, দেশে বর্তমান করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেক "মাস্ক নাই, সেবা নাই" এই শ্লোগানকে বাস্তবে প্রয়োগ করতে হবে আমাদেরকে। কারন, এই মুহূর্তে আমাদের কাছে কোন ভ্যাক্সিন নাই। দোকানপাট, মার্কেট ও বিপণিবিতানসমূহে মাস্ক ছাড়া ক্রেতা-বিক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ । এ সময় মাস্ক ছাড়া মার্কেটে গেলে কোনো ধরনের সেবা দেওয়া হবে না বলেও জানান তারা। অনুষ্ঠান শেষে, রাজধানীর ঢাকা নিউ মার্কেট, চকবাজার, নবাবপুর, সদরঘাটসহ মোট ৮ টি পয়েন্টে গণসচেতনতামূলক কর্মসূচী অংশ হিসেবে জনসাধারণের মাঝে ২০ হাজার মাস্ক বিতরণ করেন সমিতির ব্যাবসায়ী নেতৃবৃন্দরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন