এস এম ফজলু || জিবি নিউজ || মৌলভীবাজার ||
আসন্ন শীতে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় মৌলভীবাজারে চলছে জেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট পরিচালনা।
স্বাস্থবিধি পালনে প্রশাসন রয়েছে কঠুর অবস্থানে।
মেঠে নেমে দেখা গিয়েছে অধিকাংশ মানুষেরই মাস্ক নেই। মানছেন না স্বাস্থবিধি।
গত ১ সপ্তাহ আগে থেকেই জেলা প্রশাসন কতৃক শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল মাস্ক পরিধানের জন্য। কিন্তু দেখা গিয়েছে এই অবগতির কোনু তুয়াখ্যা না করেই জমে উঠেছে পুরও শহর।
তাই স্বাস্থবিধি প্রতিপালনে মোবাইল কোর্টের অভিযান অভ্যাহত রয়েছে।
কিন্তু দেখা গিয়েছে মোবাইল কোর্ট মাঠে নামতেই জমে উঠেছে মাস্কের ব্যবসা। হঠাৎ করেই ১০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা দরে।
কিন্তুু এতদিন তারা ১০ টাকায় বিক্রি করে এসেছিলেন।
পথচারিদের অভিযোগ আমরা সবাই সাধারণত সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে আসছি আর এটাই খুব ভালো। কিন্তুু এই মাস্কের দাম আমরা সবাই সাধারণত জানি কত টাকা। কেনও আমরা এতো দাম দিয়ে এটা কিনতে হবে। ১০ টাকা দিয়ে এতো দিন কিনে এসেছি সমস্যা নাই কিন্তু হঠাৎ করেই মাস্ক পরিধানে প্রশাসন কঠুর হওয়ায় ব্যবসায়ীরাও অতিরিক্ত দাম বাড়িয়ে দিলেন এটা কেমন করে হয়।
তাই পথচারিদের অভিযোগ মাস্ক ব্যবসায়ীদের কেও মোবাইল কোর্ট পরিচালনার আওতায় আনা হুক।
তারা সুযোগে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করছেন, আর ক্রেতারাও তা বধ্য হয়ে কিনতে হচ্ছে। এমন টাই অভিযোগ দিয়েছেন শহরের কয়েকজন পথচারি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন