কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত কমপক্ষে ১২

 জিবিনিউজ 24 ডেস্ক //

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় একদল নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে ছোড়া গ্রেনেড বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এখন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে বুধবারের এ হামলার খবর জানিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

এনডিটিভির ওই অনলাইন প্রতিবেদন অনুযায়ী দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলওয়ামা জেলার কাকাপোরা চকের পাশের এক সড়কে দিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনীর একদল সদস্য। আচমকা তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে অজ্ঞাত সন্ত্রাসীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেডটি সড়কেই বিষ্ফোরিত হয়।

 

তবে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোনো সদস্য আহত হয়নি বলে নিশ্চিত করেছেন তারা। শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেই বেশিরভাগ আহত হয়েছেন। আহতদের সবাইকে পাশের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন