যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মিশন চত্বরে রহস্যজনক পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার এ ঘটনাটি ঘটেছে এবং এই বিষয়ে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
শুক্রবার দূতাবাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তবে বিস্তারিত কিছু জানায়নি।
দূতাবাস জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন। আমরা নিহতের দেহ দ্রুত ভারতে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সংস্থা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি।’
‘পরিবারের গোপনীয়তার উদ্বেগের জন্য নিহতের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না। আমাদের চিন্তা-ভাবনা ও প্রার্থনা এই শোকের সময়ে পরিবারের সঙ্গে রয়েছে’ বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন