হবিগঞ্জ পিডিবি’র উপ-সহকারী প্রকৌশলীর বদলী আদেশ পুনঃবিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্মরত উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বদলীর আদেশ পুনঃ বিবেচনার জন্য মানববন্ধন করেছে পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সমন্বয় কমিটি। সোমবার দুপুরে শহরের পিডিবির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

কমরেড পিযুস চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ব্যাকসের সাবেক সভাপতি ও ব্যবসায়ী শাহবাজ চৌধুরী, ব্যবসায়ী নেতা আব্দুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল ফজল, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ক্রীড়া সংগঠক ইব্রাহিম খলিল সোহেল প্রমুখ। মানববন্ধনে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
 

 

 

এসময় বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার সরকারের রাজস্ব আদায়, অবৈধ বিদ্যুৎ চুরি রোধসহ পিডিবির গ্রাহকদের অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকেন। তিনি যোগদানের পরে সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে। তারা আরও বলেন, সাধারণ মানুষের ধারণা ছিল কিছু কিছু সরকারী অফিসে ভোগান্তি হয়, কিন্তু এই নারী কর্মকর্তার কাছে যারাই গেছেন তারা সেবা পেয়ে সন্তোষ্ট হয়েছেন।
 

আমাদের জানামতে তিনি স্বচতার সাথে মানুষকে সেবা দিয়ে থাকেন। একজন সরকারী কর্মকর্তা হিসেবে বদলী হবেন এটা স্বাভাবিক বিষয়, তবে আমরা সাধারণ গ্রাহক হিসেবে মনে করি তার বদলীর আদেশ পুনঃ বিবেচনার দাবী জানাই। এছাড়া যারা মাস্টার রোলে কর্মরত আছে তাদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন