লেবাননে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়াল

gbn

লেবানন মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের আগের দিনের বোমাবর্ষণের ফলে মৃতের সংখ্যা ৫৫৮-তে পৌঁছেছে, যার মধ্যে ৫০টি শিশুও রয়েছে। এই দিনটি ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, ‘এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ৫৫৮টি মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে, যার মধ্যে ৫০টি শিশু এবং ৯৪ জন নারী রয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘এটি ইসরায়েলি শত্রুর মিথ্যাচারকে পুরোপুরি খণ্ডন করে, যারা বলেছে, তারা কেবল যুদ্ধবাজদের লক্ষ্যবস্তু করছিল...দুঃখজনকভাবে সত্য হলো, গতকালের আক্রমণে নিহতদের মধ্যে প্রায় সবাই নিরস্ত্র ছিল, যারা নিজেদের বাড়িতে অবস্থান করছিল।

 

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, এ হামলায় মোট এক হাজার ৮৩৫ জন আহত হয়েছে এবং তারা ৫৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিহতদের মধ্যে চারজন ছিলেন রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্ধারকর্মী, যা হিজবুল্লাহ সহযোগী আমালের সঙ্গে সম্পৃক্ত। দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি সেবা পরিচালনা করে।


 

আবিয়াদ আরো বলেন, ১৬ জন জরুরি কর্মী ও ফায়ারফাইটার আহত হয়েছেন এবং ইসরায়েলি সীমান্তের কাছে বিনত জেবাইল হাসপাতালটি মঙ্গলবার আঘাতপ্রাপ্ত হয়েছে।

 

এ ছাড়া লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার দক্ষিণ বৈরুতে যে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রধান ইব্রাহিম আকিল নিহত হয়েছেন, সেই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সাতটি শিশুও রয়েছে। কর্তৃপক্ষ এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ওই ধর্মঘটে ৪৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন