৩১ বছরে খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন ভারানে

gbn

আচমকা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে। চোট সমস্যায় ৩১ বছর বয়সেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি।  নিজের ইন্সটাগ্রাম একাউন্টে আবেগঘন এক বার্তায় এই ঘোষণা দেন তিনি।

ভারানে বেশ কয়েকটি সমস্যায় ভুগছেন, বিশেষ করে তার হাঁটু নিয়ে।

সর্বশেষ দলবদলের মৌসুমে ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে সিরি-আ’র ক্লাব কোমোতে যোগ দেন। কয়েক সপ্তাহ পর গত ১১ আগস্ট কোপা ইতালিয়ায় সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারান। গত মাসের শেষ দিকে তাকে ক্লাবের সিরি আ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এবার পুরোপুরি খেলোয়াড়ী জীবনেরই ইতি টেনে ফেললেন।

 

রিয়াল মাদ্রিদে ১০ মৌসুম কাটানো ভারানে ৩৬০ ম্যাচ খেলে তিনবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়াও উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন একাধিকবার। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে তিনি যোগ দেন ইউনাইটেডে। এরপর ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন ইউনাইটেডের হয়ে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন