জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের বড়লেখায় উপনির্বাচনে জয়ী দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত দুই ইউপি সদস্য শপথ নিয়েছেন। তারা হলেন-সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য সজল দে ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ইউপি সদস্য মঈন উদ্দিন, আব্দুস সালাম, ফয়ছল আলম স্বপন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর দুটি ওয়ার্ডের ভোট গ্রহণ হয়। দুটি ওয়ার্ডের ইউপি সদস্য মারা যাওয়ায় উপনির্বাচন হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন