দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি। এখন কাজের চাপ কম তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে তার। তারও আগে রাজনীতির মাঠে ছিলেন।
এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন। একমাত্র সন্তানকে নিয়ে দারুণ সময় কাটছে বলে জানিয়েছেন। তবে এসবের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত আছেন তিনি। কয়েক দিন আগে দেড় মিনিটের একটা নাচের ভিডিও ছেড়েছিলেন।
ওয়েস্টার্ন পোশাকের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল।
এবার শাড়ি পরে একটা নাচের ভিডিও দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেড় মিনিটের নতুন এই ভিডিও ভাইরাল হয়েছে।
নাচছেন মাহি
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি।
’ ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে এমন রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন।
মাহিকে সর্বশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি।
কয়েক দিন পর পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন