জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজার প্রেসক্লাবে তিনদিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের অংশগ্রহণ কারী সাংবাদিকদের সনদ প্রদান করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত।
তিনদিনের প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে আলোচনা রাখেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু, জুলফিকার আলী মানিক ও পিআইবির প্রশিক্ষক শাহ আলম।
এছাড়া আরো দুই ধাপে জেলার অন্যান্য উপজেলার সাংবাদিকদেরও এর প্রশিক্ষণের আওতায় আনা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন