হাতিরঝিলে বসবে ‘ঢাকা ভাইবস’

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একদল ব্যান্ড নিয়ে হাতিরঝিলে আয়োজন করা হয়েছে ‘ঢাকা ভাইবস’ নামের এক আয়োজন। এখানে অংশ নেবে জনপ্রিয় সব ব্যান্ড। এখানে রক থেকে শুরু করে পোস্ট-গ্রাঞ্জ এবং আনপ্লাগড মিউজিকের সেরা সুরের আসর বসবে বলে জানিয়েছেন আয়োজকরা। সংগীতের তালে তালে হবে আলোর খেলা, আর মঞ্চের শিল্পীরা প্রাণ দিয়ে পরিবেশন করবেন তাদের সেরা গানগুলো।

এই আয়োজনে পারফরম করবেন অ্যাভয়েড রাফা, ইন্দালো, কাকতাল, কার্ণিভাল, শুভ্র, অভয়ারণ্য এবং জিরো ফ্রিকশন।

 

আগামী ১১ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই জমকালো অনুষ্ঠান। টিকিট সংগ্রহ করা যাবে ওয়েবসাইট countersbd.com-এর মাধ্যমে।

অ্যাভয়েড রাফার কথা ভাবলেই শ্রোতারা চোখের সামনে দেখতে পান তার একক এবং ব্যান্ড পারফরম্যান্সের শক্তি।

তার অন্যতম বিখ্যাত গান ‘আমি আকাশ পাঠাব’ অনেকের প্রিয়। ‘ঢাকা ভাইবস’র মঞ্চে রাফার উপস্থিতি তাই আনন্দ দেবে দর্শকদের।

 

অন্যদিকে শুভ্র তার শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ‘দিশেহারা তুই’ গানের মাধ্যমে। তার কণ্ঠে শহরের গল্প, প্রেম, হতাশা আর আশা—সব কিছুই যেন জীবন্ত হয়ে ওঠে।

শুভ্রর গানগুলোতে এক ধরনের আনমনা ভাব রয়েছে, যা শুনলে মনে হয় যেন এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে।

 

কাকতাল তাদের অনবদ্য গানের ধারা দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছে। বিশেষ করে তাদের গান ‘আবার দেখা হলে’ বহু মানুষের মনের কথা বলে। একাকিত্বের গভীরে লুকিয়ে থাকা গল্পগুলোকে তারা সুরের মাধ্যমে তুলে ধরে, যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

এরপর আসে ইন্দালো, যারা একের পর এক হিট গান দিয়ে রক মিউজিককে নতুন মাত্রা দিয়েছে।

তাদের ‘একান্ত গোলাপ’ গানটি শোনার পর যে কেউই নিজেদের ব্যক্তিগত দুঃখবোধকে মিউজিকের সঙ্গে মিলিয়ে ফেলতে পারেন।

 

 

কার্ণিভাল তাদের গান ‘ভ্রম’-এর মাধ্যমে শ্রোতাদের মধ্যে গভীর প্রেমের অনুভূতি জাগিয়ে তুলেছে। তাদের প্রতিটি পারফরম্যান্সে থাকে সুরের সঙ্গে তীব্র আবেগের মিশ্রণ, যা শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

এ ছাড়া অভয়ারণ্য এবং জিরো ফ্রিকশনের মতো আন্ডাররেটেড ব্যান্ডগুলো তাদের নিজস্ব স্টাইলে সংগীত পরিবেশন করবে। তাদের সুরে আছে স্বপ্ন দেখার এক ধরনের শক্তি, যা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনকে প্রফুল্ল করে তোলে।

এই মিউজিক ফেস্টিভ্যাল কেবলমাত্র সংগীতের জন্য নয়, এটি বন্ধুত্ব, স্মৃতি তৈরি এবং সুরের জাদুতে ডুবে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন