ভিনিসিয়ুস জুনিয়র ও ভিয়ারেয়ালের সামুয়েল চুকওয়েজিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় মায়োর্কার এক সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি।
গত বছর মায়োর্কার পালমার সন মোইশ স্টেডিয়ামে দুই সপ্তাহের ব্যবধানে ভিনিসিয়ুস ও চুকওয়েজিকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করা হয়। একটি ভিডিওতে মায়োর্কার ওই সমর্থককে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকতে শোনা যায়।
তবে ভিনিসিয়ুসের কাছে চিঠি লিখে ক্ষমা চাওয়ায় এবং বৈষম্যবিরোধী কর্মসূচিতে অংশ নেয়ায় ওই সমর্থকের কারাদণ্ডের সাজা স্থগিত রাখা রয়েছে। কিন্তু তাকে তিন বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে ও পরে স্পেনে অনেকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি। এ কারণে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন