কেনিয়ায় নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

 জিবিনিউজ 24 ডেস্ক //

কেনিয়ায় নৌকাডুবিতে কমপক্ষে ১০ জন মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বরের) ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলির খবরে বলা হয়েছে, উগান্ডা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই নৌকাটি কেনিয়ার সিয়া কাউন্টিতে হঠাৎ তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে মারা যান ১০ জন।



স্থানীয়রা দেখতে পেলে উদ্ধারকারীদের খবর দেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কজন।

আবহাওয়া অনুকূলে না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ভারী বৃষ্টি আর বাতাসের কারণে নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন দমকল কর্মীরা।

এদিকে, হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছে দেশটির সরকার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন