হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের এই দুই ফরম্যাটে বাংলাদেশের জার্সি পরে আর দেখা যাবে না তাকে। বিষয়টি ছুঁয়ে গেছে বহু ক্রিকেটপাগল বাঙালিকে। অনেকেই সাকিবের অবসরের ঘোষণায় মর্মাহত হয়েছেন।
অনেকে আবার তাকে আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।
আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাকিব অবসরের ঘোষণা দিলে আবেগী হয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ‘পোড়ামন’ ছবির নায়ক সাইমন।
সাকিবের জার্সি নম্বর ৭৫। জার্সির প্রসঙ্গ তুলে সাইমন বলেন, ‘৭৫ নম্বরটা একটা ইতিহাস।
যে ইতিহাস বাংলাদেশ ক্রিকেটকে সন্মানিত করেছে, করবে। টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবসরের ঘোষণা।’
সাইমনের পোস্টে সাকিব আল হাসানের অনুসারীরাও মন্তব্য করেছেন। বেলাল নামের একজন লিখেছেন, ‘চ্যাম্পিয়ন ট্রফির পরে অবসর নিলে ভালো হতো, তাই তো কথা ছিল।
’ হাসান চৌধুরী নামের একজন লিখেছেন, ‘একজন ভক্ত হিসেবে আমিও টেস্ট এবং টি-টুয়েন্টি খেলা দেখা বাদ দিলাম।’ জহির লিখেছেন, ‘সাকিবের মতো মেধাবী খেলোয়াড় আর আসবে না।’
ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে নিজের অবসরের ঘোষণা দেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন তিনি।
ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই।
ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন