‘তরী’ থেকে বাদ গেলেন ঋতুপর্ণা

দুই বাংলাতেই জনপ্রিয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দেশের অসংখ্যা ছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। বিশেষ করে নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেই। সেই সূত্রে ফেরদৌস তার বন্ধু।

 

গত বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’।

‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি ধাপের শুটিং সম্পন্ন হয়েছে।  চলতি মাসেই ঢাকায় দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু সেটা আর হচ্ছে না– এমনটাই জানালেন নির্মাতা রাশিদ পলাশ।

 

রাশিদ পলাশ গণমাধ্যমকে বলেন, “‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়েছিল।

আমরা ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি।

এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদির মতো বড় তারকাকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তার জায়গায় দেশের অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই।”

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন